কমলগঞ্জের দৃষ্টিনন্দন ক্যামেলিয়া লেক

 স্টাফ রিপোটার  : 



চারদিক শব্দহীন চা-বাগানের উঁচু–নিচু বেশ কয়েকটি টিলায় চায়ের গালিচা। মাথার ওপরে নীল আকাশ। আকাশের সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। তার প্রতিচ্ছবি ফুটে উঠছে নিচের লেকের পানিতে। আর লেকের পানিতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখি। চারপাশে যত দূর চোখ যায়, ছোট-বড় পাহাড়ি টিলা ঢাকা চা-বাগান। এরই মধ্যে টলটলে পানির অপরূপ লেক। চা-বাগানের শ্রমিকদের কাছে যে লেকের নাম ‘বিসলার বান’। তবে এর প্রকৃত নাম হলো ক্যামেলিয়া লেক।

 

কম খরচে কম্পিউটার প্রশিক্ষন নিতে আজই যোগাযোগ করুন


 মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানাধীন শমশেরনগর চা-বাগানে দৃষ্টিনন্দন এ লেকের অবস্থান। এ বাগানের আয়তন প্রায় ৪৩২৬ দশমিক ৪৭ একর। চা-বাগানগুলোতে সাধারণত শুষ্ক মৌসুমে ছাঁটাই করা চা-গাছে পানি সেচের জন্য চা-বাগানের মধ্যে ছোট-বড় লেক দেখতে পাওয়া যায়। আঁকাবাঁকা মেঠো পথ ধরে লেকের কাছে যেতে দেখা মেলে অনেক বানর গাছে গাছে ঝুলছে। শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়ক ধরে দক্ষিণে তিন কিলোমিটার সামনে গেলেই পাওয়া যায় ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ডানকান ব্রাদার্সের ১৫টি চা-বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবার সদস্য, কর্মচারী ও ব্যবস্থাপকদের চিকিৎসাসেবা দানে ১৯৯৪ সালে হাসপাতালটি নির্মাণ করা হয়। ডানকান ব্রাদার্সের মূল কোম্পানি ক্যামেলিয়া পিএলসির নামানুসারে এর নামকরণ করা হয়।



তবে হাসপাতালটিকে পেছনে রেখে আরও দুই কিলোমিটার চায়ের গালিচার মধ্য দিয়ে মাটির রাস্তা ধরে এগোলেই চোখে পড়ে অপরূপ ক্যামেলিয়া লেকটি। এ লেখের অনেকগুলো শাখাও রয়েছে। লেকের দুই পাশজুড়ে অনেক গাছগাছালি। লেকের পানির ওপর একটি পাকা পাটাতন তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়।



No comments

Powered by Blogger.