মাশরাফির ভালোবাসার টানে ভোলা থেকে নড়াইলে যুবক

 

নড়াইল-০২ আসনে ২য় বারের মতো সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দেশের আইকন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তারকা মাশরাফি এলাকায় আসেননি শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তার নির্বাচনী প্রচারণায় ভালোবাসার টানে ভোলার চরফ্যাশন থেকে নড়াইলে ছুটে এসেছে রাজীব নামে এক প্রতিবন্ধী যুবক।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নড়াইলে আসেন মাশরাফির ওই ভক্ত। নড়াইলে এসেই তিনি খুঁজে বের করেছেন মাশরাফির প্রচার কেন্দ্র। দেখা করেছেন মাশরাফির বাবা আর তার বন্ধু-বান্ধবদের সঙ্গে। নড়াইল চৌরাস্তায় নিজের ছাপানো লিফলেট তিনি নিজেই বিলি করছেন।


প্রতিবন্ধী রাজীব বলেন, আমার যখন বয়স ১০ বছর তখন থেকে মাশরাফি ভাইয়ের খেলা দেখি। আমার জীবনের শখ ছিল ভাইয়ের সঙ্গে একবার দেখা করব। ভাইয়ের সঙ্গে দেখা করতেই আমি এসেছি। মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন। তার কোনো অহংকার নেই, এসব দেখে আমি ছুটে এসেছি। এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। মাশরাফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন।

এদিকে বিভিন্ন মানুষের কাছে লিফলেট বিলি করছেন রাজীব। এমনকি দলীয় নেতাকর্মীও বাদ যাচ্ছে না। তার কাজ যেন তাকেই শেষ করতে হবে, এই পণ করেই সুদূর ভোলা থেকে এসেছেন এই যুবক।

চৌরাস্তার নির্বাচনী ক্যাম্পের যুবলীগ কর্মী গাজী রাজু জানান, নিজের টাকায় তিনি দশ হাজার লিফলেট চরফ্যাশন থেকে ছাপিয়ে নিয়ে এসেছেন আমাদের মাশরাফির টানে। এর চেয়ে আর কি পাওনা হতে পারে আমাদের।  তিনি একজন খাটি ভক্ত। 

কাজের ফাঁকে ভক্ত রাজীব বলেন, ‘মাশরাফি ভাইয়ের ভক্ত সারাদেশে আছে। আমি চরফ্যাশন থেকে ছুটে এসেছি ভাইয়ের ভালোবাসার টানে, আমাকে একবার যদি ভাইয়ের সঙ্গে দেখা করায় দেন, আমার জীবন ধন্য। টাকা দিয়ে ভালোবাসা বিক্রি হয় না। আমি টাকা নিমু না।’

মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন জানান, মাশরাফির ভক্তরা সারাবছরই আমাদের এখানে আসে। মাশরাফি তার ভক্তদের আগলে রাখেন, আমরাও রাজিবকে স্বাগত জানিয়েছি। তার দেখভাল করছি।

মাশরাফির বন্ধু সাজু বলেন, ভোলা থেকে আসা প্রতিবন্ধী ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দেয়া হয়েছিল কিন্তু সে তা নেয়নি। সে মাশরাফি ভাইকে ভালোবেসে নির্বাচনী প্রচারণায় এসেছেন।

No comments

Powered by Blogger.