এক এপেই ফ্রিতে শিখতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের ১৯টি কোর্স

 

দেশে এখন সাড়ে ৬ লাখ থেকে ১০ লাখ তরুণ ফ্রিল্যান্সার হিসেবে দেশে বসে মূলত বিদেশের গ্রাহকদের কাজ করেন। দেশে বসেই আয় করেন ডলার। অন্যদেরও সুযোগ করে দিচ্ছেন তাঁরা। তবে অনলাইনে বা অফলাইনে ফ্রিল্যান্সিংয়ের উপর একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে কোর্স  ফি দিতে হয় ১০-১৫ হাজার টাকা, সেখানে Future Academy App-এ পেয়ে যাচ্ছেন ১৯টি কোর্স ফ্রিতেই। কোর্স সমূহ...

1. Digital Marketing
2. Graphics Design
3. App Development
4. Web Development
5. Computer Basic
6. SEO
7. Video Editing
8. Ethical Hacking
9. MS-Exel
10. Power Point
11. CPA Marketing
12. Affiliate Marketing
13. T-Shirt Design
14. Instagram Marketing
15. Facebook Marketing
16. Email Marketing
17. Fiverr Marketplace
18. UpWork Marketplace
19. Local Marketplace

কোর্স চলাকালীন কোনোকিছু না বুঝলে বা কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে বিস্তারিত পোস্ট করুন Future Academy Support Group -এ, লাইফটাইম সাপোর্ট পাবেন এই গ্রুপে।

এপস্ নির্মাতা 
ইউসুফ আহমেদ জীবন পেশায় একজন ফ্রিল্যান্সার। ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন অনলাইনে। তৈরি করেন মোবাইল এপস্। এখন গড়ে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকার বেশি আয় করেন। কিন্তু কয়েক বছর আগেও তিনি ছিলেন অর্থকষ্টে। হতাশায় ভুগেছেন দীর্ঘদিন। এখন ঘুরে দাঁড়িয়েছেন নিজের চেষ্টায়।

২০২০ সালে আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন জীবন। পরে ২০২২ সালে কমলগঞ্জ সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে এইচএসসি পাশ করেন । এখন মৌলভীবাজার সরকারি কলেজে মেনেজমেন্ট বিষয়ে পড়াশুনা করছেন। জীবনের পরিবারের অবস্থা ছিল অসচ্ছল। মধ্যবিত্ত পরিবারে খেয়ে না খেয়ে বেড়ে উঠেছে ফ্রিল্যান্সার জীবন !

ইউসুফ আহমেদ জীবন স্নাতক শেষে চাকরির পেছনে না ছুটে শুরু করলেন ফ্রিল্যান্সিং। নিজেই ‘ফিউচার একাডেমি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলেন। জানা যায়, তরুণদের কথা চিন্তা করে স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি এই এপ তৈরির উদ্দ্যোগ নেন।

Official Channel:- Freelancer Jibon
Official Page:- Freelancer Jibon
Our Institute Page:- Future Academy


প্রতিবেদন- রকিবুল ইসলাম নয়ন

No comments

Powered by Blogger.