শ্রীমঙ্গলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা কাশফুল
সবুজ চা বাগানের ভেতর দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছড়া। ছড়ার দুই পাশেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কাশফুলের বাগান। শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের ছড়ার পাশে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে গড়ে ওঠা কাশ বাগানে শোভা পাচ্ছে কাশফুল। কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে এলাকা। বাতাসে দোল খাওয়া কাশফুলের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা।
শ্রীমঙ্গল শহর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে বেলতলী সংলগ্ন ভুড়ভুড়িয়া ছড়ার পাশে গড়ে উঠেছে কাশফুল বাগান। ভানুগাছ সড়ক ধরে খানিকটা সামনে এগোলেই বাংলাদেশ চা বাগান গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)। পাশেই উঁচু-নিচু টিলার মধ্যে চা বাগান। সবুজ চা বাগানের ভেতর দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছড়া। ছড়ার দুই পাশের বালুচরের সৃষ্ট হয়েছে বিশাল কাশ বাগান। সেখানে শুভ্র কাশফুল বাতাসে দোল খাওয়ার মনোরম দৃশ্য পর্যটকদের আকর্ষণ করছে।
No comments