ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, শিক্ষকের পদত্যাগ দাবি

 


কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, কমলগঞ্জ, সিলেট এই অঞ্চলে শিক্ষা বিস্তারে একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান । বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফজলুর রহমান নানা কারণে বিতর্কিত এবং মহাবিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে অপারগ। তিনি বিভিন্ন সময় ছাত্রীদেরকে বিভিন্ন কুপ্রস্তাব দেন। যা কলেজের সাধারণ ছাত্রীদের শিক্ষা গ্রহনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তার অদ্ভুত চলাফেরা আচরণ কখনোই শিক্ষক সুলভ নয় যা একজন অধ্যক্ষ হিসাবে তাকে খুবই বেমানান ও প্রশ্নবিদ্ধ করেছে। ছাত্র - ছাত্রীদের সাথেও অসম্মান জনক কথা- বার্তার অভিযোগও রয়েছে।ভুক্তভোগীরা অনেকে এ ব্যাপারে মুখ খুলতে ভয় পাচ্ছেন। বিশেষ করে ছাত্রীরা হীন লালসা ও অত্যাচারে শিকার। একজন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনে তিনি সম্পূর্ণ যোগ্যতা হারিয়েছে বলে শিক্ষার্থী সহ অভিবাবকরা মনে করছেন।


জানা যায় একের অধিক ছাত্রীদের কু-প্রস্তাব দিয়ে আসছিলেন কমলগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফজলুর রহমান | ছাত্রীরা কোনো সাহায্যের জন্য গেলে, একান্তে সময় কাটানো এমনকি একসাথে বসে চা খাওয়ার অফার করতেন : ফজলুর রহমান

আরও জানা যায়, ছাত্রীদের ফেসবুক আইডিতে চ্যাটিং এর মাধ্যমে কু-প্রস্তাব দেন, অন্যথায় রাজি না হলে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে থাকেন এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফজলুর রহমান |





শিক্ষার্থীদের দাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফজলুর রহমান পদত্যাগ না করলে আমাদের কোনো বোন নিরাপদ এ কলেজ এ যেতে পারবে না, তাই আমরা চাই উনাকে পদত্যাগ করা হক।

Yousuf Ahmad Jibon


No comments

Powered by Blogger.