সিলেটের চা পাগলদের কাছে জনপ্রিয় কমলগঞ্জের সুজন ভাইয়ের মালাই চা
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মালাই চায়ের দোকান খুলে বসেছে উপজেলার এক তরুন উদ্যোক্তা সুজন। নাম দিয়েছেন সুজন টি- স্টল। ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সুজনের এই মালাই চা।
সুজনের মালাই চা খেতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে কমলগঞ্জে ছুটে আসেন চা প্রেমিরা। কমলগঞ্জ তথা মৌলভীবাজারের চা প্রেমিদের মালাই চায়ের কথা বলতে গেলে সামনে আসে সুজন ভাইয়ের মালাই চা।
অল্প খরচে কম্পিউটার শিখতে আজই রেজিষ্ট্রেশন করুন
বিজ্ঞাপন
সুজনের সাথে কথা বলে জানা যায় প্রতিদিন প্রায় ২/৩ শত কাপ চা বিক্রি করেন তিনি। তিনি আরও বলেন, আমার এখানে রয়েছে চায়ের বিভিন্ন সমাহার। রেগুলার মালাই, চকলেট মালাই, স্পেশাল মালাই, হরলিক্স মালাই, রং ও দুধ চা। চায়ের দামও বেশ হাতের নাগালে। ১০০ টাকার উপরে কোনো চায়ের মুল্য না হওয়াতে বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়েও অনেকে চলে আসেন চা খেতে সুজন টি- স্টলে। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে চলে রাত ১০ ঘটিকা পর্যন্ত সুজন টি- স্টলের কার্যক্রম।
No comments