কমলগঞ্জে জন্ম নিবন্ধনে ভোগান্তি, ১মাসেও করতে পারেনি নতুন নিবন্ধন

 



মৌলভিবাজারে নতুন বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে অধিকাংশ অভিভাবকদেরই জন্ম নিবন্ধন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

 উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদে রবিবার ( ৩১ ডিসেম্বর ) সকালে গেলে সরেজমিনে এই চিত্র লক্ষ করা যায়।  


অভিভাবকদের অভিযোগ ছেলে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়োজন। নিবন্ধন নিতে ১ মাস আগে আবেদন জমা দিয়ে গেলেও তা সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। এতে করে নতুন বছরে ছেলে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে বিলম্ব হচ্ছে।  


ডিজিটাল সেন্টারে সেবা নিতে আসা মাধবপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন উড়াং বলেন আমি গত ১মাস আগে আমার পরিবারের ৫ জন সদস্যের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আবেদন জমা করি। আজ ১ মাস পরও এসে শুনতে হচ্ছে সার্ভারে সমস্যা থাকার কারনে আমার জন্ম নিবন্ধনগুলো অনলাইন হয়নি। আমার দুই ছোট ভাইকে নতুন বছরে স্কুলে ভর্তি করতে পারছি না শুধু জন্ম নিবন্ধন অনলাইন নেই বলে।  

ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে ডাউনলোড করুন 



মাধবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত মো লিটন খাঁন জানান, আমাদের কিছু করার নেই, সার্ভারে সমস্যা থাকায় আমরা কাজ করতে পারছি না। এই সমস্যা প্রতিদিনই হচ্ছে। তিনি বলেন আমাদের মাধবপুরেই নয় এই সমস্যা সারা বাংলাদেশব্যপী। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি জনগণের সকল সেবা সঠিক সময়ের মধ্যে প্রদান করার। 


No comments

Powered by Blogger.