মৌলভীবাজারে মণিপুরী ভাষার বার্ষিক মুল্যায়ন পরিক্ষা অনুষ্ঠিত

 


উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনিপুরী ভাষার বার্ষিক মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার মনিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হাতিয়ারখোলার প্রতিষ্ঠাতা বৃন্দা রানী সিনহার উদ্যোগে ও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ কমলগঞ্জ শাখা ও মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা শাখা কমিটির সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন,মনিপুরী ভাষা শিক্ষক কনথৌজম শিল্পী, খোইরম ইন্দজিৎ সিংহ্,অরুন কুমার সিংহ,সমাজ সেবী রানা কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য সহকারী সুবল সিংহ,সাহিত্য সংসদ মনিপুরী ভাষা গবেষণা উন্নয়ন সংস্থার শাখা কমিটির সভাপতি বীরেন্দ্র সিংহ, সম্পাদক প্রবির কুমার সিংহ ও মনিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুঞ্জ রানী সিনহ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতী সিনহা, মায়া চনু, রীমা দেবী, মেমতম্বী চনু, মিলনী সিনহা, তপন সিংহ,টনি সিংহ,প্রমেশ্বর সিংহ,বিউটি সিনহা,জয়া সিনহা,শোভা রানী সিনহা ও অনুরাধা দেবী।

অল্প খরচে কম্পিউটার শিখতে আজই রেজিষ্ট্রেশন করুন 

জানা যায়, ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে মনিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হকতিয়ারখোলার প্রতিষ্ঠাতা বৃন্দা রানী সিনহার উদ্যোগে প্রতি বছর এ বার্ষিক মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর মনিপুরী ভাষার ৪টা ও বহিরাগত ১টা স্কুলের ১ম থেকে ১০শ্রেনীর ৬৬ জন শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষা শেষে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আপ্যায়নে ব্যবস্থা করা হয়।

No comments

Powered by Blogger.