কমলগঞ্জে অসুস্থতা ঠেকাতে পারেনি ৭০ বছর বয়সি বৃদ্ধের ভোটকেন্দ্রে আসা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর এলাকার বাসিন্দা রাজ্জাক মিয়া। জাতীয় পরিচয় অনুযায়ী তার বয়স ৭০ বছর। দীর্ঘদিন তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। চলাচলের জন্য একটিমাত্র ভরসা ক্র্যাচ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট ২ কিলোমিটার দূরে এসে ক্র্যাচের উপড় ভড় করে ভোট দিতে হাজির হন তিনি।


রোববার সকাল সাড়ে ১১টা মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন তিনি। ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার সময় হঠাৎ রাস্তার পাশে হেলে পড়েন তিনি। সেখানে উপস্থিত স্থানীয় কাউন্সিলর এর ছেলে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান খাঁন ও রাহয়ান কোলে করে রাজ্জাক মিয়াকে সেখান থেকে তুলে ভোট কেন্দ্রে যেতে সাহায্য করেন। পরে ভোট দেয়া হলে তাকে আবার নিয়ে এসে একটা ইজিবাইকে করে বাড়িতে উঠিয়ে দেন।


এত অসুস্থতার মধ্যে তিনি কেন ভোট দিতে এসেছেন, এমন প্রশ্নে বলেন, ‘ভোট আমার আমি আমার মতো করে চেষ্টা করেছি আসতে। বাচঁবো বা কয়দিন। বয়স ও অসুস্থ আর ছাড়ছে না। পরিবারের সবাই বাড়ন করেছে না আসতে। কিন্তু ভোট আমার মৌলিক অধিকার। বাসায় থাকলে আমার ভোট নষ্ট হবে। তাই কষ্ট হলেও ভোট দিতে আসছি।’


এ সময় সাহায্য করায় তিনি কমলগঞ্জ উপজেলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান খাঁন ও ভোটার রোমেল রাহয়ানকে ধন্যবাদও জানান।

No comments

Powered by Blogger.