দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। এদিকে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন ।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ বলেন, আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তবে তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। এতে তীব্র শীতের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা দিনাজপুরে। গতকাল সোমবার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্র ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত শনিবার ও রোববার জেলাটির অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৮ দশমিক ৮ ও ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
No comments