মৌলভীবাজার সরকারি কলেজের অফিস সহকারীকে টুকরো টুকরো করার হুমকি


 মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের ডে গার্ড রতন সূত্রধর অফিস সহকারী মো. বাবুল’কে দা দিয়ে কুপিয়ে ১৪ টুকরা করার হুমকি দিয়েছেন। বাবুল গণিত বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত। এঘটনার পর থেকে কলেজ কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্ত চেয়ে ১ জানুয়ারী মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বাবুল। এদিকে কলেজের বিভিন্ন বিভাগে কর্মরত ৪৩ জন কর্মচারী অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ২৩ ডিসেম্বর সকাল ৯টায় কলেজ খেলার মাঠের পাশে এই ঘটনা ঘটে।


কলেজ ও থানায় দায়ের করা অভিযোগ এবং কর্মচারীদের কাছ থেকে জানা যায়, ২৩ ডিসেম্বর সকালে রতন সূত্রধর এর বাবা শ্রী প্রাণেশ সূত্রধর ও ভাই রনি সূত্রধর জঙ্গল পরিষ্কার করছিলেন। এসময় কলেজ কর্মচারী বাবুল তাদের পরিচয় জানতে চাইলে তারা অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে বলেন আমরা প্রিন্সিপালের পিএস রতন এর বাবা ও ভাই। এখানে ঘর করার জন্য প্রিন্সিপাল আমাদের জায়গা দিয়েছেন তোর অসুবিধা কি। কথাবার্তার এক পর্যায়ে রতনের বাবা বাবুলকে বলেন, তোকে দা দিয়ে কুপিয়ে ১৪ টুকরা করব বলে গালাগালি করে দা নিয়ে বাবুলের দিকে এগিয়ে আসেন। এসময় কলেজ কর্মচারী রহিম উদ্দিন সহ অন্যান্য কর্মচারীরা তাদের আটকান। ১৫ মিনিট পর ডে গার্ড রতন, তার বাবা ও ভাইকে নিয়ে এসে বাবুলের বাসায় দা দিয়ে অতর্কিত হামলা চালায় এবং গালিগালাজ করে। ডে গার্ড রতন মৌলভীবাজারের রাজনীতিক নেতাদের নাম ভাঙিয়ে বাবুলকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।


কর্মচারীদের অভিযোগের প্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ ২৬ ডিসেম্বর হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল রহমান’কে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেন। 


কমিটির সদস্যরা হলেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মালিক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিসের ভিত্তিতে ২ জানুয়ারী রতন সূত্রধরকে সাময়িকভাবে বরখাস্ত করেন অধ্যক্ষ।

ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে ডাউনলোড করুন 


 

একটি দায়িত্বশীল সূত্র বলছে, অধ্যক্ষের ডে গার্ড রতন সূত্রধর এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে।


অভিযুক্ত ডে গার্ড রতন সূত্রধর বলেন, বাবুল আমার অসুস্থ্য বাবাকে গালিগালাজ করে ধাক্কা দিয়ে বিদায় করে দেয়ার কথা শুনে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। পরবর্তীতে আমি বাবুলের ভাষায় গিয়ে তাকে ডেকেছি কিন্তু আমি দা নিয়ে তাকে মারতে যাইনি। 


মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারী সমিতির সভাপতি সামছ উদ্দিন আহমেদ বলেন, অধ্যক্ষের বাসার ডে গার্ড রতন সূত্রধর, তার বাবা ও ভাই মিলে কর্মচারী মো. বাবুল এর বাসায় হামলা করেন। এ ঘটনায় অধ্যক্ষ মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে রতনকে বহিষ্কার করা হয়। 


মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


তদন্ত কমিটির আহ্বায়ক হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মোবাইলে কিছু বলা যাবে না। আপনি সরাসরি কলেজে আসেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ বলেন, এ বিষয়ে কিছু জানতে হলে অফিসে আসেন। মোবাইলে কিছু বলা যাবে না। 

No comments

Powered by Blogger.